রুট করার পূর্বেঃ
১) আপনার ফোন ভাল ভাবে চার্জ করে নিন।
২) আপনার ফোন টি অবশ্যই অ্যান্ড্রয়েড আই সি এস চালিত হতে হবে।
রুট করার পদ্ধতিঃ
১) প্রথমে নিচের রুট পাকেজ টি ডাউনলোড করে নিন।
Root package২) ডাউনলোড করা শেষ হলে ফাইল টি একটি ফোল্ডার এ রেখে এক্সট্রাক্ট করে নিন।
৩) আপনার ফোনে এর ইউএসবি ডিবাগিং অন করে নিন। Menu>>Settings>>Developer options>>USB debugging.
৪) এবার আপনার ফোন ইউএসবি কেব্ল দিয়ে পিসি তে কানেক্ট করুন।
৫) ডাউনলোড করা ফাইল টি যে ফোল্ডার এ এক্সট্রাক্ট করেছিলেন সেখান থেকে RunMe.bat এ ক্লিক করুন।
৬) এবার পিসি স্ক্রীন এর নির্দেশনা গুলো অনুসরন করুন।
৭) যদি কোন মোড চায় তাহলে নরমাল মোড দিবেন।
৮) কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইস টি রুট হয়ে যাবে।
৯) রুট হয়ে গেলে ডিভাইস টি রি-বুট করুন।
১০) আপনার অ্যাাপ ড্রয়ার এ সুপের ইউজার অ্যাাপ আসলেই বুঝবেন ফোন রুট হয়ে গেছে।
No comments :
Post a Comment