-এই প্লেয়ারটির ইন্টারফেস খুবই দারুন, যা আপনার নজর কাড়বেই। আপনি নিজের মত করে সাজাতে পাচ্ছেন ২০ টির মত স্কিন।
- হেডসেটের বাটন দিয়েই করতে গান প্লে করতে পারবেন। next আর previous গান সিলেক্ট করুন হেডসেট দিয়েই!
- PlayerPro সহজেই ইন্টারনেট থেকে এ্যালবাম আর্ট, আর্টিস্ট পিকচার ডাউনলোড করে নিতে পারে। তাছাড়াও ID3 tag ব্যবহার করে গানের লিরিকও পেতে পারেন।
-প্লেয়ারটির দ্বারা আপনি সুন্দর লকস্ক্রিনও ম্যানুয়ালি সেট করতে পারবেন।রয়েছে ৫ টি দারুন লক স্ক্রিন!
-মোবাইল shake করলেই অর্থাৎ উপর থেকে নিচের দিকে নাড়ালেই গান চেঞ্জ হবে যা নিঃসন্দেহে একটি দারুন ফিচার।
তো আর দেরি কেন এখনই ডাউনলোড করে ফেলুন এন্ড্রয়েড জগতের অন্যতম সেরা মিউজিক প্লেয়ার!
কিছু তথ্যঃ
প্লে স্টোর রেটিং – 4.6/5
নির্মাতাঃ BlastOn LLC
বর্তমান ভার্সনঃ ২.৭.১
রিকোয়্যারমেন্টঃ এন্ড্রয়েড 2.0+
Download- Pro Music Player.apk
No comments :
Post a Comment