Smart Screen on রিভিউ এবং ডাউনলোড !!!
পাওয়ার বাটনের বদলে সেন্সর ইউজ করে জাগিয়ে তুলুন আপনার প্রিয় স্মার্টফোন। এখন শুধুমাত্র ফোনের উপর হাত নাড়ালেই খুলে যাবে ফোনের লক।আমরা অনেকেই ফোনের পাওয়ার বাটন নিয়ে চিন্তায় থাকি। কারণ, বেশিদিন ব্যবহারের ফলে পাওয়ার বাটন অকেজো হয়ে যেতে পারে। তাই, এ সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন SMART SCREEN ON.
অ্যাপটি আপনি দুইটি মোডে ব্যাবহার করতে পারেন। আসুন মোড গুলোর সাথে পরিচিত হয়ে নিই,
১. WAVE MODE: আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপর হাত/আঙ্গুল নাড়ালেই ফোনের লক খুলে যাবে। ফোনকে টাচও করা লাগবেনা। এটা নিঃসন্দেহে একটি দারুন ফিচার।
২. TAP AND SWIPE MODE:
১) প্রক্সিমিটি সেন্সরের উপর আঙ্গুল দিয়ে টাচ করুন
২) ভাইব্রেশনের জন্য অপেক্ষা করুন
৩) আবার সোয়াইপ করুন, পুনরায় ভাইব্রেশন হয়ে ফোন আনলক হয়ে যাবে।
আপনি ইচ্ছা করলেই অন বুট ফিচার অন করে রাখতে পারেন। তাহলে ফোন স্টার্ট হলেই অ্যাপটি চালু হয়ে যাবে! তাছাড়া শুধু আনলক নয়, সেন্সরের সাহায্যে লকও করতে পারবেন একই নিয়মে।
ব্যবহার পদ্ধতিঃ
১) প্রথমে অ্যাপ টি ওপেন করে Basic থেকে Enable Smart Screen On সিলেক্ট করুন।
২) যে মোড টি ব্যবহার করবেন সেটি অন করে Save and Restart App দিন।
Download- Smart Screen on.apk
No comments :
Post a Comment