Xperia P এর ক্ষেত্রে Bootloader Unlock করে রুট করা বেশ সহজ; কিন্তু Unlocked Bootloader দিয়ে রুটিং বেশ জটিল প্রক্রিয়া ( সেক্ষেত্রে আপনাকে ICS এ ফিরে গিয়ে CWM এর মাধ্যমে জেলীবিন ফ্লাশ করতে হবে!)
দ্রষ্টব্য: ১) রুটিং আপনার ডিভাইসের ওয়ারেন্টি নষ্ট করে।
২) এই টিউটোরিয়াল দ্বারা কোন ডিভাইস ক্ষতিগ্রস্থ হলে আমি
দায়ী থাকবো না।
যদিও এই প্রসেসটি কোন ডাটা নষ্ট করে না, তবুও সকল ডাটা ব্যাকাপ করতে অনুরোধ করা হল।
১) প্রথমে unlockbootloader.sonymobile.com এই ওয়েবসাইট থেকে
আপনার ডিভাইসের Bootloader Unlock করে নিন।
২) এবার Super User zip ফাইলটি ডাউনলোড করুন
SuperUser.zip ও ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রাখুন।
৩) এবার এখান থেকে http://www.mediafire.com/download.php?0431bxmta44peck
ফাইলটি ডাউনলোড করে পিসি তে Unzip করুন।
৪) একটি .elf ফাইল পাবেন, ওটাকে ADB files
(http://www.hackmyandroid.com/use-adb-fastboot-commands-without-installing-android-sdk/2479 ) এর সাথে ফোল্ডারে রাখুন।
৫) আপনার ফোনটি বন্ধ করুন ও ফাস্টবুট মোডে চালু করুন ( এটা করতে ভলিউম আপ বাটন চেপে ধরে রেখে USB কানেক্ট করুন, নীল লেড লাইট দেখলে বুঝতে হবে কাজ হয়েছে )।
৬) যেখানে ADB files ও .elf ফাইল আছে সেখানে কমান্ড প্রম্প্ট খুলুন এবং কমান্ড লিখুন “fastboot flash boot [name of kernel].elf” (without quotes)।
৭) আপনি CWM পাবেন।
৮) USB আনপ্লাগ করে ফোন রিবুট করুন। সনি লগো দেখামাত্রই ক্রমাগত ভলিউম ডাউন বাটন চাপতে থাকুন, ফলে আপনি রিকভারী মোডে প্রবেশ করবেন।
৯) CWM এ “install zip from SD card>Choose zip from SD card” নির্বাচন করুন এবং স্টেপ ২ এ যে Zip ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রেখেছিলেন তা সিলেক্ট করুন।
১০) ফ্লাশ করার পরে ব্যাকে যান ও “Reboot system now” নির্বাচন করুন।
বাস, হয়ে গেল আপনার কাঙক্ষিত ROOT !!
No comments :
Post a Comment