Labels

Thursday, May 22, 2014

গীটার টিউনার ফর অ্যান্ড্রয়েড, (Tuner – DaTuner Pro)

গীটার টিউনার ফর অ্যান্ড্রয়েড, (Tuner – DaTuner Pro)
DaTuner হলো একটি সর্বকাজের উপযোগী এবং সহজ ইন্টারফেস সম্পন্ন ক্রোমাটিক টিউনার। এটি প্রাপ্ত আওয়াজের ফ্রিকুএন্সি-কে সর্ব নিকটস্থ নোট-এ নিয়ে যায় এবং তফাত প্রদর্শন করে দশমিক সংখায়, যেন আপনার গীটার, উকেলেলে, ভাওলিন, ব্যাস, সেলো, ম্যান্ডোলিন, পিয়ানো, হার্প, স্যাক্সোফোন, ব্যালাফোন, ডুকাটি টাইমিং বেল্ট, হারমনিকা, কাযু, বা অন্য যে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট টিউন করতে সুবিধা হয়।
 

ফিচার সমূহঃ
সঠিক টিউন শুনে নেবার ব্যবস্থা। অটো সেন্সিটিভিটি, কোনো কনফিগারেশন -এর দরকার নেই।
প্রদর্শীত তথ্যাদি পড়া যথেষ্ট সহজ। দ্রুত, সঠিক, যথাযথ। < 0.3 cents @ E3 (329.62Hz), <0.1 cents @ C5(1046.5Hz), < 1 cent @ A2 (110Hz) কোনো ডেড যোন নেই। টিউনিং সঠিক হলে স্ক্রীন সবুজ রঙ ধারণ করে।
অ্যাড মুক্ত।
 

প্রো ফিচার সমূহঃ 
টিউণ করার দিক নির্দেশনা। টেম্পেরামেন্টস। নোটেশন। কৃত্তিম স্ট্রোব টিউনার ডিস্প্লে। টিউনিং ভুল এর দশমিক প্রদর্শন। পিচ পাইপ। অটো পিচ পাইপ। সঠিক/ভুল টিউনিং-এর রঙ পরিবর্তন। ট্রান্সপশিসন। টিউনিং অ্যালগরিদম। স্যামপ্ল রেইট রেইঞ্জ ৮kHz - ৪৮kHz.
প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+

ফাইল সাইজঃ ২৬০কিলোবাইট (APK)

Download link :- গীটার টিউনার.apk

No comments :

Post a Comment