iPhone থাকলে যা যা জানা দরকারঃ
* Unlock: দুই তিন ধরনের আনলক হয় আইফোনে। একটা ফ্যাক্টরি আনলক যা লাইফটাইম আনলক আরেকটা জেইলব্রেক করে আনলক। জেইলব্রেক করে আনলক ধরে রাখার জন্য অনেক নিয়মকানুন মানতে হয়। তাছাড়া Gevey SIM দিয়েও আনলক করা যায়। তাই জেনে রাখা ভাল যে আপনার আইফোনে কি ধরনের আনলক করা আছে।
* Apple ID: অ্যাপেল আইডি ছাড়া কোন অ্যাপস ডাউনলোড করা যায় না। তাই অন্য কারো অ্যাপেল আইডি না ব্যাবহার করে নিজের জন্য নিজেই একটা অ্যাপেল আইডি বানিয়ে নিন। বাংলাদেশের এড্রেস ব্যাবহার করে অ্যাপেল আইডি বানানো যায় না। কিন্তু এই ব্লগ এর Contact Form থেকে আমার সাথে Contact করে আপনি একটা বানিয়ে নিতে পারবেন।
* iTunes: আইফোনে গান, ভিডিও, ছবি, মুভি ভরার জন্য এটা দরকার। iTunes ইন্সটল না করে কম্পিউটারের সাথে কোন আইফোন সংযোগই দেয়া যাবে না। আইফোন সম্পর্কীয় অন্য সব সফটওয়্যার চালাতে হলে আগে iTunes ইন্সটল থাকতে হবে। যা iTunes থেকে ডাউনলোড করে পিসিতে ইন্সটল করতে পারেন।
* iTools: এটা একটা নতুন সফটওয়্যর। যা আইটুনস থেকেও বেশি কাজ করে। আইফোনের পিসি ম্যানেজার বলা যায় এক কথায়। এই জাতীয় সফটওয়্যার পাওয়ার জন্য গত ২-৩ বছর ধরে আমি খুজে বেরিয়েছি। এটা ফ্রী। আর এতে আছে নানান সুবিধা। এর সম্পর্কে বিস্তারিত এই পেজের পরের Post এ আলচনা করব।
* Jailbreak: জেইলব্রেক যার নাই সে মর্মে মর্মে বুজতে পারে জেইলব্রেক না থাকলে কি জ্বালা। আর যারা শুধু সাধারন ব্যাবহারকারী তাদের কাছে এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। জেইলব্রেক যে থাকতেই হবে তা নয়। তবে করা থাকলে অনেক অতিরিক্ত অপশন পাওয়া যায়। যা বাংলাদেশের জন্য খুবই দরকারি। Cydia অ্যাপস যাদের আছে তাদের আইফোন জেইলব্রেক করা। এই পেজের প্রায় সব পোস্ট জেইলব্রেক সম্পর্কিত।
* Unlock: দুই তিন ধরনের আনলক হয় আইফোনে। একটা ফ্যাক্টরি আনলক যা লাইফটাইম আনলক আরেকটা জেইলব্রেক করে আনলক। জেইলব্রেক করে আনলক ধরে রাখার জন্য অনেক নিয়মকানুন মানতে হয়। তাছাড়া Gevey SIM দিয়েও আনলক করা যায়। তাই জেনে রাখা ভাল যে আপনার আইফোনে কি ধরনের আনলক করা আছে।
* Apple ID: অ্যাপেল আইডি ছাড়া কোন অ্যাপস ডাউনলোড করা যায় না। তাই অন্য কারো অ্যাপেল আইডি না ব্যাবহার করে নিজের জন্য নিজেই একটা অ্যাপেল আইডি বানিয়ে নিন। বাংলাদেশের এড্রেস ব্যাবহার করে অ্যাপেল আইডি বানানো যায় না। কিন্তু এই ব্লগ এর Contact Form থেকে আমার সাথে Contact করে আপনি একটা বানিয়ে নিতে পারবেন।
* iTunes: আইফোনে গান, ভিডিও, ছবি, মুভি ভরার জন্য এটা দরকার। iTunes ইন্সটল না করে কম্পিউটারের সাথে কোন আইফোন সংযোগই দেয়া যাবে না। আইফোন সম্পর্কীয় অন্য সব সফটওয়্যার চালাতে হলে আগে iTunes ইন্সটল থাকতে হবে। যা iTunes থেকে ডাউনলোড করে পিসিতে ইন্সটল করতে পারেন।
* iTools: এটা একটা নতুন সফটওয়্যর। যা আইটুনস থেকেও বেশি কাজ করে। আইফোনের পিসি ম্যানেজার বলা যায় এক কথায়। এই জাতীয় সফটওয়্যার পাওয়ার জন্য গত ২-৩ বছর ধরে আমি খুজে বেরিয়েছি। এটা ফ্রী। আর এতে আছে নানান সুবিধা। এর সম্পর্কে বিস্তারিত এই পেজের পরের Post এ আলচনা করব।
* Jailbreak: জেইলব্রেক যার নাই সে মর্মে মর্মে বুজতে পারে জেইলব্রেক না থাকলে কি জ্বালা। আর যারা শুধু সাধারন ব্যাবহারকারী তাদের কাছে এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। জেইলব্রেক যে থাকতেই হবে তা নয়। তবে করা থাকলে অনেক অতিরিক্ত অপশন পাওয়া যায়। যা বাংলাদেশের জন্য খুবই দরকারি। Cydia অ্যাপস যাদের আছে তাদের আইফোন জেইলব্রেক করা। এই পেজের প্রায় সব পোস্ট জেইলব্রেক সম্পর্কিত।
No comments :
Post a Comment