কিভাবে বুঝবেন কে আপনার মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে?
ধরুন আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার
অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে? খুব সহজে! শুধুমাত্র Hidden Eye অ্যাপ টির মাধ্যমে! এই অ্যাপ টি আপনার
মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যাক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে
খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন।
১। যেভাবে ইন্সটল করবেন- প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে নিন
Download- Hidden Eye.apk
২। ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন। এরকম একটা স্ক্রীন দেখবেন-
৩। এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।৪। Activate device administrator একটিভেট করুন।
ব্যাস হয়ে গেল! আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।
No comments :
Post a Comment