অ্যান্ড্রয়েডের ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপ.
অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভি, মিউজিক ভিডিও এবং HD গেম খেলার মজাই আলাদা। কিন্তু অনেক সব সময় সব মুভি,গান বা গেম ডাটা আপনার কাছে নাও থাকতে পারে। আবার কখনো কখনো বন্ধুর মোবাইলে থাকা গান,মুভি বা গেম ডাটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু এই প্রয়োজনের সাথে সাথে যে প্রশ্ন টি প্রথম মাথায় ভিড় করে তা হল এই ফাইল গুলো আপনি নিবেন কি ভাবে ??!! ব্লুটুথ দিয়ে এত বড় ফাইল শেয়ার করা অসম্ভব, কারণ এতে প্রচুর সময় লাগে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি অসাধারন কিছু ফাইল সেয়ারিং অ্যাপ…
SHAREit:Wi-Fi এবং কোন রকম নেটওয়ার্ক চার্জ ছাড়াই দ্রুতগতিতে ফাইল শেয়ার করার অন্যতম সেরা এপ্লিকেশন। Lenovo এর এই এপ দ্বারা ভিবিন্ন ডিভাইসের সাথে ফাইল সেন্ড ও রিসিভ করা যায় খুবই সহজে!
- Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায় , এমনকি Apps ও শেয়ার করার সুবিধা আছে
- নির্দিষ্ট দুরত্বের মাঝে SHAREit ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসেই এপ নিজেই স্ক্যান করে খুজে বের করবে
- অনেক বড় সাইজের ফাইল শেয়ার করা কোন ব্যাপারই না! Bluetooth এর চেয়ে প্রায় চল্লিশ গুন বেশি গতিতে ফাইল সেন্ড করা যায়
- Bluetooth, Wi-Fi, Phone Network কিছুই প্রয়োজন নেই। ডিভাইস ওয়ারলেসলি কানেক্ট হবে
- গ্রুপ শেয়ারিং এর সুবিধা রয়েসছে। সর্বোচ্চ পাঁচ জন একইসাথে Music, Videos ইত্যাদি শেয়ার করতে পারবেন।
No comments :
Post a Comment