Labels

Wednesday, May 21, 2014

আপনার স্মার্টফোনে নিন iOS 7 এর মত Control Center

WWDC(Worldwide Developers Conference) এ ২০১৩ সালে Control Center ছিল অ্যাপল এর অন্যতম সেরা প্রদর্শনীর একটি। আর এটি যুক্ত হয়েছে অ্যাপল এর সর্বশেষ ভার্সন iOS7 এ। এটা অনেকটা অ্যান্ড্রয়েড এর নোটিফিকেশন বারের মত। আপনি সহজেই বটম থেকে টেনে এখান থেকে ওয়ারলেস , ব্লুটুথ , ব্রাইটনেস, মিডিয়া এবং ফ্ল্যাশ লাইট কিংবা ক্যালকুলেটর এর মত অ্যাপস। আর এখন এই কন্ট্রোল সেন্টার অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর অ্যান্ড্রয়েড ডেভেলপাররা সেজন্য আপনার জন্য তৈরী করেছে এমন একটি অ্যাপ যেটি ইনস্টল করে আপনিও পাবেন iOS 7 এর মত কন্ট্রোল সেন্টারের সুবিধা।
মজার ব্যাপার হচ্ছে এটি  রুট অথবা রুট ছাড়া যেকোনো ডিভাইসেই চলবে। শুধুমাত্র অ্যাপটির. APK ফাইল ডাউনলোড করে আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। এছাড়া অনেক ফিয়েচার দিয়ে  এই অ্যাপটির কাস্টমাইজেশন  করা সম্ভব। আপনি ইচ্ছা করলেই Control Center এ পছন্দসই বাটন এবং টুগল অ্যাড করতে পারবেন যেটি আপনি কন্ট্রোল সেন্টারে দেখতে চান। এজন্যে দুইটা ভালো অ্যাপ আছে যেকোনো একটা ইউজ করলেই হবে। নিচে দুইটারই ডিরেক্ট ডাউনলোড লিংক দেয়া আছে ডাউনলোড করে নিতে পারেন।
Download- Control Center.apk
Download- Espire Control Center.apk

No comments :

Post a Comment