Labels

Monday, May 26, 2014

Xperia S রুট করার পদ্ধতি (সহজতম রুট পদ্ধতি)

এক্সপেরিয়া লাইনআপ এর অন্যতম ফোন হল Xperia S । নিচের পদ্ধতি দুইটি দ্বারা সহজে Xperia S ই রুট করতে পারবেন। ফার্মওয়্যার ভারসন অনুযায়ী এখনই রুট করে ফেলুন!!!
Xperia S রুট করার পদ্ধতিঃ 
Sony-Xperia-S-Presentation১) প্রথমে ফোনের settings > Security তে যেয়ে  Unknown sources অপশন টি মার্ক/ টিক করে দিন।
২)  এরপর ফোনের Settings > Developer options এ যেয়ে USB debugging অপশন টি মার্ক/ টিক করে দিন।
রুট করার পদ্ধতি-১:
 ফার্মওয়্যার ভার্সন (6.2.B.0.211 / 6.2.B.0.200):
১)নিচের রুটিং টুলকিটটি ডাউনলোড করে এবং এক্সট্রাক্ট করুন।
DooMLoRD_Easy-Rooting২) ফোন পিসির সাথে কানেক্ট করে নিন।
৩) Runme তে ডাবল ক্লিক করে ইন্সট্রাকশন অনুযায়ী এগিয়ে যান এবং  Enter চাপুন।
৫) তারপর এই কমান্ডগুলো দিনঃ
cd /data/local/tmp
chmod 777 doomed
./doomed
৪) কাজ শেষ হলে ফোন রিবুট দিন।
রুট করার পদ্ধতি-২: 
ফার্মওয়্যার ভার্সন ( 6.1.A.2.55 / 6.1.A.2.50 / 6.1.A.2.45)
১)  রুটিং টুলকিট ডাউনলোড করে নিন। এতে ক্লিক করুন।  কোন ডাউনলোড শুরু হলে সবুজ বাটন চেপে ক্যান্সেল করে দিন।
Eroot_V1.3.4.exe২)  ডিভাইস কানেক্ট করুন। টুলকিটটি আপনার ফোন ডিটেক্ট করবে।
৩) ROOT নামে একটী বড় বাটন দেখতে পাবেন। বাটনে ক্লিক করুন। অপেক্ষা করুন। ব্যাস!! হয়ে গেল  রুট!!

No comments :

Post a Comment