Labels

Saturday, May 31, 2014

iPhone থেকে যেকোনো ফোনে ব্লুটুথ দিয়ে ফাইল আদান প্রদান করবেন যেভাবে।

অবশ্যই জেইলব্রেক লাগবে। এটা ইন্সটল করে নোকিয়া বা অন্য যেকোনো সেটের সাথে ব্লুটুথ দিয়ে ফাইল আনতে এবং পাঠাতে পারবেন।

প্রথমে Cydia > Manage > Sources > Edit > Add > এখানে আগে থেকে দেয়া http:// এর সাথে repo.hackyouriphone.org লিখে Add Sources > Add Anyway দিয়ে আপডেট হবার পর যদি এই রেপোর AirBlue Sharing 1.3.90 ইন্সটল করতে পারেন কোন ঝামেলা ছাড়াই তাহলে আপনি পেয়ে যাবেন শেয়ার করার এই টুইক। আর যদি এই রেপো অ্যাড করার পর Reloading Data হ
য়ে লাল কালারের কয়েকটা Error আসে এবং কোন App/Tweak দেখতে না পান তাহলে Cydia > Manage > Sources > Edit > apt.modmyi.com > Delete করে দিন। এবার Cydia থেকে সার্চ দিয়ে যেটা hackyouriphone রেপো এর AirBlue Sharing 1.3.90 তা ইন্সটল করুন। এখানে একটা ব্যাপার আপনার অবশ্যই BigBoss রেপো অ্যাড থাকতে হবে। তা না হলে Dependencies ফাইল পাবেন না। যার ফলে এটা ইন্সটল করতেই পারবেনই না। তাই BigBoss অ্যাড না থাকলে Cydia এর মেইন পেজ Welcome to Cydia লেখার নিচের দিকে More Package Sources এ গিয়ে উপরে থাকা BigBoss অ্যাড করে নিন। যদি ঠিকঠাক মত ইন্সটল করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত টুইকটি কোন রকম Activation সমস্যা ছাড়াই ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন। যেহেতু repo.hackyouriphone.org রেপো থাকলে সমস্যা হয় তাই এবার এটা অবশ্যই রিমুভ করে দিয়ে Cydia > Welcome to Cydia লেখার নিচের দিকে More Package Sources এ গিয়ে উপরে থাকা ModMyi এ টাচ করে Ok দিয়ে অ্যাড করে নিন।

এতে যা যা আছেঃ
* জিরো কনফিগারেশন।
* আইফোনের আসল ব্লুটুথ দিয়ে একবার পেয়ার করা থাকলে বারবার পেয়ার করতে হবে না।
* এটা দিয়ে 1.7mbps পর্যন্ত ব্লুটুথ ফাইল শেয়ার করা যায়।
* ফাইল শেয়ার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা অফ হয়ে যায়, যাতে ব্যাটারি সেভ হয়।
* আইফোন থেকে আইফোনে বড় ফাইল পাঠানোর সময় ওয়াইফাই না থাকলে তা নিজে নিজে ওয়াইফাই হটস্পট বানিয়ে নেয়।
* এটা দিয়ে নোট/ফটো/ভিডিও/গান/ফোন নাম্বার/ ভয়েস মেমোস পাঠানো যায়।
* যেসব অ্যাপস Open In .... সাপোর্ট করে তা থেকে ফাইল পাঠানো বা তাতে আনা যায়।
* রিসিভ করা ফোন নাম্বার/ফটো Import করা যায়।
* একসাথে কয়েকটা ফাইল আদান বা প্রদান করা যায়।

যে ফোনে ফাইল পাঠাবেন তা রিসিভ করার জন্য রেডি থাকতে হবে। যদি রেডি না থাকে তাহলে সার্চ করেও খুজে পাবে না। আর অন্য ফোন থেকে ফাইল পেতে আইফোনে ফাইল রিসিভ করার জন্য স্ট্যাটাস বার দুইবার ক্লিক করে রেডি রাখতে হবে।

ইন্সটল হয়ে গেলে Settings > AirBlue Sharing > Activation Method > Status Bar > Double Tap সিলেক্ট করে নিন বা অন্য কোথাও সিলেক্ট করতে পারেন। এখন যখন ফাইল শেয়ার করবেন তখন স্ট্যাটাস বারে ডাবল টেপ করলেই ফাইল শেয়ার করার জন্য রেডি হবে। যারা এই টুইক বানিয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। যাতে ইউটিউব ভিডিও লিঙ্কসহ আছে।

Monday, May 26, 2014

Sony Xperia P Update এ কিভাবে নতুন করে রুট করবেন?

sony-xperia-p-silverআস্সালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সনি এক্সপেরিয়া জেলীবিন ইউজাররা  Xperia P build number 6.2.A.0.400 আপডেটটি করে ফেলেছেন। একটি সমস্যা হল, আপনার ডিভাইসটি রুটেড হলে এই আপডেটটি রুট অ্যাকসেস নষ্ট করে দেয়। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ডিভাইসটি আবার জেলীবিন ফার্মওয়ারে রুট করবেন।
Xperia P এর ক্ষেত্রে Bootloader Unlock করে রুট করা বেশ সহজ; কিন্তু Unlocked Bootloader দিয়ে রুটিং বেশ জটিল প্রক্রিয়া ( সেক্ষেত্রে আপনাকে ICS এ ফিরে গিয়ে CWM এর মাধ্যমে জেলীবিন ফ্লাশ করতে হবে!)

দ্রষ্টব্য: ১) রুটিং আপনার ডিভাইসের ওয়ারেন্টি নষ্ট করে।
         ২) এই টিউটোরিয়াল দ্বারা কোন ডিভাইস ক্ষতিগ্রস্থ হলে আমি
             দায়ী থাকবো না।

যদিও এই প্রসেসটি কোন ডাটা নষ্ট করে না, তবুও সকল ডাটা ব্যাকাপ করতে অনুরোধ করা হল।

root-xperia-p-on-jelly-beanপ্রসেস্:
১) প্রথমে unlockbootloader.sonymobile.com এই ওয়েবসাইট থেকে
আপনার ডিভাইসের Bootloader Unlock করে নিন।
২) এবার Super User zip ফাইলটি ডাউনলোড করুন
SuperUser.zip ও ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রাখুন।
৩) এবার এখান থেকে http://www.mediafire.com/download.php?0431bxmta44peck
ফাইলটি ডাউনলোড করে পিসি তে Unzip করুন।
৪) একটি .elf ফাইল পাবেন, ওটাকে ADB files
(http://www.hackmyandroid.com/use-adb-fastboot-commands-without-installing-android-sdk/2479 )  এর সাথে ফোল্ডারে রাখুন।
৫) আপনার ফোনটি বন্ধ করুন ও ফাস্টবুট মোডে চালু করুন ( এটা করতে ভলিউম আপ বাটন চেপে ধরে রেখে USB কানেক্ট করুন, নীল লেড লাইট দেখলে বুঝতে হবে কাজ হয়েছে )।
৬) যেখানে ADB files ও .elf ফাইল আছে সেখানে কমান্ড প্রম্প্ট খুলুন এবং কমান্ড লিখুন “fastboot flash boot [name of kernel].elf” (without quotes)।
৭) আপনি CWM পাবেন।
৮) USB আনপ্লাগ করে ফোন রিবুট করুন। সনি লগো দেখামাত্রই ক্রমাগত ভলিউম ডাউন বাটন চাপতে থাকুন, ফলে আপনি রিকভারী মোডে প্রবেশ করবেন।
৯) CWM এ “install zip from SD card>Choose zip from SD card” নির্বাচন করুন এবং স্টেপ ২ এ যে Zip ফাইলটি ডিভাইসের মেমোরী কার্ডে রেখেছিলেন তা সিলেক্ট করুন।
১০) ফ্লাশ করার পরে ব্যাকে যান ও “Reboot system now” নির্বাচন করুন।
বাস, হয়ে গেল আপনার কাঙক্ষিত ROOT !! :) :)

রুট করুন Xperia U !!!!

sony-xperia-u-reviewসনি এক্সপেরিয়া সিরিজ এর কম বাজেটের ডুয়াল কোর ফোন গুলোর মধ্যে Xperia U একটি। Xperia Sola  ডুয়াল কোর হলেও তাতে ফ্রন্ট ক্যামেরা নেই। Xperia u তে রয়েছে ৩.৫ ইঞ্চি স্ক্রীন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ এম বি র‍্যাম এবং  ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যার মধ্যে কেবল মাত্র ৪ জিবি ব্যবহার যোগ্য। যাই হোক না কেন এই ফোন টির বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভাল যা আপনাকে দামি ফোন ব্যবহার করার মত অনুভুতি দিবে। যারা Xperia u ব্যবহার করেন তাদের জন্য আজকের এই রুট পোস্ট…

রুট করার পূর্বেঃ
১) আপনার ফোন ভাল ভাবে চার্জ করে নিন।
২) আপনার ফোন টি অবশ্যই অ্যান্ড্রয়েড আই সি এস চালিত হতে হবে।
রুট করার পদ্ধতিঃ
১) প্রথমে নিচের রুট পাকেজ টি ডাউনলোড করে নিন।
Root package২) ডাউনলোড করা শেষ হলে ফাইল টি একটি ফোল্ডার এ রেখে এক্সট্রাক্ট করে নিন।
৩)  আপনার ফোনে এর ইউএসবি ডিবাগিং অন করে নিন। Menu>>Settings>>Developer options>>USB debugging.
৪) এবার আপনার ফোন ইউএসবি কেব্‌ল দিয়ে পিসি তে কানেক্ট করুন।
৫) ডাউনলোড করা ফাইল টি যে ফোল্ডার এ এক্সট্রাক্ট করেছিলেন সেখান থেকে RunMe.bat  এ ক্লিক করুন।
৬) এবার পিসি স্ক্রীন এর নির্দেশনা গুলো অনুসরন করুন।
৭) যদি কোন মোড চায় তাহলে নরমাল মোড দিবেন।
৮) কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইস টি রুট হয়ে যাবে।
৯) রুট হয়ে গেলে ডিভাইস টি রি-বুট করুন।
১০) আপনার অ্যাাপ ড্রয়ার এ সুপের ইউজার অ্যাাপ আসলেই বুঝবেন ফোন রুট হয়ে গেছে।

Xperia S রুট করার পদ্ধতি (সহজতম রুট পদ্ধতি)

এক্সপেরিয়া লাইনআপ এর অন্যতম ফোন হল Xperia S । নিচের পদ্ধতি দুইটি দ্বারা সহজে Xperia S ই রুট করতে পারবেন। ফার্মওয়্যার ভারসন অনুযায়ী এখনই রুট করে ফেলুন!!!
Xperia S রুট করার পদ্ধতিঃ 
Sony-Xperia-S-Presentation১) প্রথমে ফোনের settings > Security তে যেয়ে  Unknown sources অপশন টি মার্ক/ টিক করে দিন।
২)  এরপর ফোনের Settings > Developer options এ যেয়ে USB debugging অপশন টি মার্ক/ টিক করে দিন।
রুট করার পদ্ধতি-১:
 ফার্মওয়্যার ভার্সন (6.2.B.0.211 / 6.2.B.0.200):
১)নিচের রুটিং টুলকিটটি ডাউনলোড করে এবং এক্সট্রাক্ট করুন।
DooMLoRD_Easy-Rooting২) ফোন পিসির সাথে কানেক্ট করে নিন।
৩) Runme তে ডাবল ক্লিক করে ইন্সট্রাকশন অনুযায়ী এগিয়ে যান এবং  Enter চাপুন।
৫) তারপর এই কমান্ডগুলো দিনঃ
cd /data/local/tmp
chmod 777 doomed
./doomed
৪) কাজ শেষ হলে ফোন রিবুট দিন।
রুট করার পদ্ধতি-২: 
ফার্মওয়্যার ভার্সন ( 6.1.A.2.55 / 6.1.A.2.50 / 6.1.A.2.45)
১)  রুটিং টুলকিট ডাউনলোড করে নিন। এতে ক্লিক করুন।  কোন ডাউনলোড শুরু হলে সবুজ বাটন চেপে ক্যান্সেল করে দিন।
Eroot_V1.3.4.exe২)  ডিভাইস কানেক্ট করুন। টুলকিটটি আপনার ফোন ডিটেক্ট করবে।
৩) ROOT নামে একটী বড় বাটন দেখতে পাবেন। বাটনে ক্লিক করুন। অপেক্ষা করুন। ব্যাস!! হয়ে গেল  রুট!!

আপনার Android ROOT করার জন্যে ১০ টি উপযুক্ত কারন

ভিবিন্য ওয়েবসাইট,ব্লগ,ফেসবুক,আমাদের সাইট , পেইজ ও গ্রুপ এছাড়াও অন্যান্য কোথাও থেকে আপনি রুট ROOT নামক একটা কিছু শুনেছেন এবং জানতে পেরেছেন এটি এন্ড্রয়েড রিলেটেড একটা কিছু। ক্রমে ক্রমে আপনার মনে প্রশ্ন জেগেছে এই ব্যাপারে। আমাদের গ্রুপ ও পেইজ এ অনেক প্রশ্ন পেয়েছি এই রুট কি এবং তার সুবিধা অসুবিধা ইত্যাদি ব্যাপারে। এর আগেও আমাদের সাইট এ এ নিয়ে আলোচনা হয়েছে। তবুও আপনাদের জন্যে আজ রুট সম্পর্কে ১০ টি উপযুক্ত কারন দেখাবো যা দেখলে আপনিও চাইবেন রুট করতে আপনার ডিভাইস টি। তাহলে চলুন দেখি…

Root-Androidআগে রুট সম্পর্কে ক্লিয়ার ধারনা নেয়া যাক…
রুট কি?
রুট কোন প্রকার অ্যাপ অথবা সফটওয়্যার নয়। এটি জাস্ট একটা পারমিট যা আপনাকে আপনার ডিভাইস/সিস্টেম এর সম্পূর্ণ কন্ট্রোল দিবে। যদি অল্প কথায় বলি রুট ব্যাপার টি হচ্ছে আপনার প্রিয় ডিভাইসটির অ্যাডমিন প্রিভিলেজ হ্যাক করা। হ্যাঁ, শব্দটি হ্যাক এবং রুট এর মাধ্যমে আপনি আপনি আপনার ডিভাইসটির মূল কন্ট্রোল হ্যাক করতে চলেছেন। আপনি যখন বাজার থেকে আনকোরা নতুন সেটটি কিনে আনেন তখন ব্যাপার টা এরকম থাকে যে আপনার ইউজার প্রিভিলেজ হচ্ছে গেসট ইউজার এর মত। আপনি সবকিছুই করতে পারবেন কিন্তু সিস্টেম ফাইল মডিফাই করতে পারবেন না।
তাহলে আসুন দেখি ১০ টি কারন যার জন্যে আপনি আপনার ডিভাইস টি রুট করবেন।
১- রুট এক্সেস পাওয়া ঃ আপনার এন্ড্রয়েড ডিভাইস টি রুট করলে আপনি আপনার ডিভাইস এর এডমিন এক্সেস পাবেন যাকে এন্ড্রয়েড এর ভাষায় রুট এক্সেস বলে অনেকে। এই এক্সেস টি আপনি রুট না করলে পাবেন না। এই এক্সেস এর সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন এবং পেতে হলে অবশ্যই আপনাকে আপনার ডিভাইস টি রুট করতেই হবে মাস্ট।
২- ইচ্ছামত অ্যাপ/সিস্টেম অ্যাপস রিমুভঃ রুট করার ফলে আপনি এডমিন এক্সেস পাচ্ছেন মানে আপনার ডিভাইস এ আপনার সম্পূর্ণ কন্ট্রোল এসেছে। এখন আপনি ইচ্ছামত আপনার ডিভাইস এর অ্যাপ/সিস্টেম অ্যাপস রিমুভ করতে পারবেন। যেমন স্টক সিস্টেম এর সাথে অনেক অ্যাপ আসে যা আমাদের ভালো লাগেনা ইউজ করতে অথবা ওগুলো কখন ও ইউজ করিনা। তো যেটা ইউজ করিনা সেটা রেখে লাভ কি? রুট করলে আপনি সেই অ্যাপস গুলো রিমুভ করতে পারবেন অথবা ফোন মেমোরি থেকে এসডি কার্ড এ মুভ করতে পারবেন যা আপনি নরমালি পারবেন না। এতে করে আপনার ডিভাইস এর ইন্টারনাল মেমোরি ও RAM বাড়বে। আর এই দুইটা বাড়ানো মানে ডিভাইস এর স্পীড বাড়ানো।
৩- ডিভাইস এর ফুল ব্যাকআপ নিনঃ ডাটা আমাদের অনেক ইম্পরট্যান্ট। আর সে জন্যে অনেক সময় আমাদের মোবাইল অথবা ট্যাব এর ডাটা ব্যাকআপ করা লাগে। নরমালি দেখা যায় একসাথে সব ব্যাকআপ করা যায় না অথবা গেলেও অনেক কিছু মিসিং থাকে। কারন আপনার ডিভাইস এর এডমিন এক্সেস আপনার নেই। আর এডমিন এক্সেস পেতে হলে আপনার রুট করতে হবে। আর রুট করলে আপনি আপনার ডিভাইস এর অ্যাপস ডাটা থেকে শুরু করে সম্পূর্ণ রম ব্যাকআপ করতে পারবেন। আমরা প্লে ষ্টোর এ একটা অ্যাপ দেখেছি Titanium Backup নামক যা ব্যাকআপ এর জন্যে সবচেয়ে ফেমাস এবং এটি ব্যাবহারে আপনার রুট এক্সেস লাগবে।
৪- ডিভাইস এর বাহ্যিক সৌন্দর্যঃ এই কথাটি দ্বারা আমি আপনার ডিভাইস এর কাভার,কেসিং,রঙ বুঝাই নি। এই সৌন্দর্যের মানে আপনার ডিভাইস এর সিস্টেম এর সৌন্দর্য বাড়ানো। রুট করলে আপনি অনেক কিছু এডিট,কাস্টমাইজ করতে পারবেন যাতে করে নরমাল ডিভাইস এর চেয়ে আপনার ডিভাইস টি থাকবে এক ধাপ এগিয়ে।
৫- পিক্সেল ডেনসিটি পরিবর্তনঃ রুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইস এর ইউজার ইন্টারফেস চেঞ্জ করতে পারবেন। স্মার্টফোন মানেই অনেক স্মার্ট ফিচার তার ভিতরে থাকা। তবে স্ক্রিন সাইজ ছোট হউয়ার কারনে অনেক কিছু করতে অথবা দেখতে আমাদের সমস্যা হয়। তাই পিক্সেল ডেনসিটি এর পরিবর্তনের মাধ্যমে ইন্টারনালি আপনার ডিভাইস এর স্ক্রিন সাইজ বাড়িয়ে নিতে পারেন যা আপনাকে দিবে এক অন্য রকম অভিজ্ঞতা।
এই ৫ টি হল নরমাল কিছু পয়েন্ট। আসুন দেখি আরও ৫ টি এডভান্স লেভেল এর পয়েন্ট।
৬- রুট কার্নেল এর ব্যাবহার ও পারফর্মেন্স ইমপ্রুভমেন্টঃ এই পয়েন্ট টি আমরা অনেকেই শুনেছি তবে আসলে সম্পূর্ণ টা জানিনা। অনেক অ্যাপ আছে যা আপনার ডিভাইস এর ভিবিন্য ফাইল মডিফাই করে আপনার ডিভাইস এর স্পীড ও পারফর্মেন্স একধাপ বাড়াবে। এখন বলবেন এটা কি আপনার ডিভাইস এর মেমোরি,RAM,প্রসেসর ইত্যাদি বাড়াবে?  নাহ… এটি আপনার হার্ডওয়্যার এর পরিবর্তন করতে পারবে না। তবে ফার্মওয়্যার এ পরিবর্তন ও অপটিমাইজ করে স্পীড বাড়াতে পারবে। এখন আসি রুট কার্নেল নিয়ে। রুট কার্নেল এর সাহায্যে আপনি আপনার ডিভাইস এর প্রসেসর ক্লক স্পীড ও হার্ডওয়্যার এর ব্যাবহার মডিফাই করতে পারবেন। এই কাস্টম কার্নেল এর সাহায্যে আপনি আপনার ডিভাইস এর পারফর্মেন্স বাড়াতে পারবেন তবে আপনাকে এডভান্স লেভেল এর ইউজার হতে হবে। আজ রুট করলেন আর কালই এটা নিয়ে ট্রাই করলেন তাহলে হবেনা। আগে আরও অনেক কিছু নিয়ে জানতে হবে।
৭- কাস্টম রম ও রম মডিফাইঃ রম অথবা ফার্মওয়্যার সিস্টেম যা ডিফল্ট ভাবে আপনার ডিভাইস এর সাথে এসেছে তা আমরা অনেক সময় মডিফাই করতে চাই। অথবা দেখা যায় এটি আমার ভালো লাগতেছেনা। ভালো না লাগলে আর কি করার পরিবর্তন করার ও কোন উপায় নেই তো নতুন মোবাইল কিনতে হবে। কিন্তু না… রুট করলে আপনি আপনার ডিভাইস এর ডিফল্ট সিস্টেম অথবা রম এ পরিবর্তন করতে পারবেন ইচ্ছা মতো। অনেক ফিচার এড করতে পারবেন যা নরমালি আপনার ডিভাইস এ পাবেন না। এছাড়াও সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন করতে পারবেন যা কাস্টম রম নামে পরিচিত। যেমন আমি প্রতি সপ্তাহে আমার মোবাইল এর রম চেঞ্জ করি এবং ভিবন্য রম এর স্বাদ নেই। এটি শুধুমাত্র সম্ভব রুট করলেই। এমন ও দেখা যায় আপনার মোবাইল এ কিছু একটা ফিচার নেই যা দামি একটি ডিভাইস এ আছে। কাস্টম রম ব্যাবহার এর ফলে আপনি ওই ফিচার টি ইউজ ও করতে পারেন।
৮- আলাদা অ্যাপ ইন্সটল ও ব্যাবহারঃ রুট করলে আপনি আলাদা কিছু অ্যাপ ইন্সটল করতে পারবেন যা নরমালি আপনি ইন্সটল করতে পারবেন না। এছাড়াও নরমাল ভাবে অনেক অ্যাপ এ অনেক কাজ করতে পারেনা এবং করতে রুট এক্সেস চায়। যেমন ধরুন- টাস্ক কিলার অ্যাপ। নরমাল ইউজার রা এই টাইপের অ্যাপ ইউজ করে আবার রুট ইউজার রাও করে। সেইম অ্যাপ ইউজ করে রুট ইউজার বেশি সুবিধা পায় কারন ওই অ্যাপ টি এডমিন পারমিশন পায় যার ফলে সিস্টেম ও হিডেন কিছু টাস্ক কিল করতে পারে যাতে করলে আপনার ডিভাইস এর স্পীড বাড়ছে।
৯- ইন্টারনাল Storage বাড়ানোঃ যাদের ফোনে ইন্টারনাল মেমোরি কম তারা চাইলে রুট করার মাধ্যমে যেকোনো অ্যাপ্লিকেশান SD কাের্ড ট্রান্সফার করে নিতে পারবেন। কিন্তু এই কাজটির জন্য রুট করা আবশ্যক। কিছু কিছু অ্যাপ্লিকেশান Storage ট্রান্সফার করার ক্ষেত্রে স্বাধীনতা দিলেও অনেক অ্যাপস আছে যেগুলো রুট করা ছাড়া ট্রান্সফার একরকম অসম্ভব। যেমন আপনি চাইছেন আপনার সেটে জেলিবিন আপডেট করবেন কিন্তু তার জন্য আপনি সেটের ডাটা ব্যাকআপ নিতে চাইছেন। এখন আপনি যদি ব্যাকাপ নেবার জন্য কোন বিশেষ অ্যাপস ইন্সটল করতে চান তার জন্য অবশ্যই আপনার সেটটিকে রুট করে নিতে হবে।
১০- ডিভাইস এর মূল মালিকঃ রুট করা মানে আপনি আপনার ডিভাইস এর প্রকৃত মালিক হলেন। কারন রুট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার ডিভাইস এর এডমিন না। এডমিন হল আপনার মোবাইল এর কোম্পানি এবং তাদের দেয়া ফার্মওয়্যার। তাদের দেয়া সিস্টেম এ যা যা জেভাবে আছে আপনাকে সেইভাবেই ডিভাইস টি ইউজ করতে হবে। কিন্তু আমি যেহেতু মালিক সুতরাং আমি আমার মোবাইল ইচ্ছামত ইউজ করবো তাহলে রুট আপনাকে করতে হবেই। রুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইস এর সর্বোচ্চ কন্ট্রোল এক্সেস পাবেন যার সাহায্যে আপনি অনেক কিছুই করতে পারবেন। যেমন ধরুন আপনি সনি ইউজ করছেন। কিন্তু Samsung এর ফিচার ও স্টাইল গুলো ভালো লাগে। তাহলে আপনি আপনার ডিভাইস এর ইন্টারফেস ও ফিচার সেরকম করে পরিবর্তন করে নিতে পারবেন।
এই ১০ টি হল পয়েন্ট টু রুট। এখন এই ১০ টি পয়েন্ট এর ভিতর আরও হাজার হাজার পয়েন্ট ও ফিচার আছে যা আপনি পাবেন একমাত্র রুট করলেই। আমি মনে করি রুট করা ছাড়া এন্ড্রয়েড ইউজ করেন তারা ৫ বছর আগের জাভা ইউজ করা একই কথা।
এখন কথা হল রুট করলে আমি কি আবার আগের সিস্টেম এ ফিরে যেতে পারবো??
হাঁ… অবশ্যই পারবেন। তবে ফিরে জাবার মেথড ডিপেন্ড করে ডিভাইস ও মডেল এর উপর। অনেক ডিভাইস ডিফল্ট ফার্মওয়্যার দিয়ে আনরুট করা যায় অনেক ডিভাইস আবার কিছু টুলস ব্যাবহার করে করতে হয়।
একটু ইংরেজিতে বলি… Root mean, however, maximum freedom, infinite possibilities and a few limits except those of your skill and experience.

Saturday, May 24, 2014

মুখের শীষে বেজে উঠবে আপনার মোবাইল

android apps whistle locator proমুখের শীষে বেজে উঠবে আপনার মোবাইল। অর্থাৎ আপনি নিমিষেই জেনে জাবেন আপনার মোবাইলের অবস্থান সম্পর্কে। আর মুখের শীষ না দিতে পারলে Whistle Locator PRO ও কাজ করবে না।
 
Download- Whistle Locator.apk

জনপ্রিয় Assassin’s Creed গেম খেলুন আপনার এন্ড্রয়েডে একদম ফ্রী তে!

অনেকেই হয়ত কম্পিউটারে Assassin’s Creed গেম টা খেলেছেন। যারা খেলেছেন তারা এর সত্যিকার মজা বুঝেন। আর যারা খেলেন নি তারা এই গেম টি খেলার স্বাদ নিন এন্ড্রয়েড মোবাইল এ। এখানে আপনাকে Altair নামক চরিত্র নিয়ে খেলতে হবে যে থাকে একজন গুপ্তঘাতক। প্রাচীন কালের কিছু শহরে ভ্রমন করবেন এবং সেখানে আপনার শত্রুদের খতম করবেন। তাছাড়া এর কাহিনী ও অনেক সুন্দর ধাঁচের।
Download APK-  Assassin's Creed.apk
Download Data- Data File


ডাউনলোড করুন Mobile Counter Pro – 3G, WIFI !!

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমরা সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করে থাকি। আর আমরা যারা ইন্টারনেট ইউজ করি তারা সবাই চাই ডাটা ট্রান্সফার রেট, ডাটা ট্রান্সফারের পরিমাণ ইত্যাদির হিসাব রাখতে। অনেকেই অনেক দিন ধরে এরকম একটি অ্যাপের জন্য রিকোয়েস্ট করে আসছেন। তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি Mobile Counter Pro – 3G, WIFI অ্যাপ।
অ্যাপ ফিচারঃ
১) 2×1 WIFI, transfer limits, billing period উইজেট
২)  1×1 WIFI, transfer limits, billing period উইজেট
৩) সম্পূর্ণ নতুন স্টাইলের নোটিফিকেশন বার
৪) অ্যাপ ডাটা ইউসেজ
৫) বিলিং পিরিয়ডের হিসাব
৬)  এস ডি কার্ডে ডাটা এক্সপোর্ট এবং ইমপোর্ট করার অপশন
৭) ডাটা ট্রান্সফার লিমিট নোটিফিকেশন সেট করার অপশন
৮) ওয়াইফাই এবং ডাটা ট্রান্সফার আলাদা ভাবে হিসাব রাখার অপশন।
এছাড়া রয়েছে আরও অনেক অপশন।
কম্প্যাবিলিটিঃ অ্যান্ড্রয়েড 2.3 +
ডেভেলপারঃ Invent Venture
প্লে স্টোর প্রাইসঃ 1.88$
ডাউনলোডঃ Mobile Counter Pro.apk

Loader Droid Downloader Pro ডাউনলোড ও রিভিউ

চারিদিকে ডাউনলোড ডাউনলোড আর ডাউনলোড এবং ডাউনলোড। তবে আমাদের যা ইন্টারনেট স্পীড তাতে অন্যান্য দেশের তুলনায় ডাউনলোড এ আমরা অনেক পিছিয়ে। তবুও জিম ধরে বসে থেকে কয়েক জিবি এর ফাইল গেইম আমরা মোবাইল এ ডাউনলোড করি অনেকেই। আবার অনেকে খুজি ভালো একটা ডাউনলোডার। আবার অনেক সময় দেখা যায় ডাউনলোড করতেছি একটা ফাইল মাঝে কিছুক্ষন যাওয়ার পর নেট ডিস্কানেক্ট হইয়া গেল
আর ডাউনলোড
টাও শেষ!! মানে আবার নতুন করে করতে হবে। তাই এই সব সমস্যার সমাধান নিন এক সাথে। Loader Droid Downloader দিয়ে আপনি নরমালের তুলনায় একটু স্পীড এ ডাউনলোড করতে পারবেন এবং অফ হয়ে যাওয়া ফাইল ডাউনলোড করতে পারবেন যেখানে আটকে গেছিলো সেখান থেকেই। চরম একটি ডাউনলোডার। আসুন এটির পেইড ভার্শন ডাউনলোড করে নেই।
এতে যা যা সুবিধা থাকছে…
* Resumable Downloads (Continue your downloads from the same place it was interrupted)
* Auto pause when your connection is lost
* Auto resume when your connection reappears
* Intercepts links from your Android Browser and other applications
* You can define what connection is allowed for each link (WI-FI, 3G, etc)
* Faster downloading by splitting the download into parts
* Scheduling
* Link replacement feature for outdated links
* Stable, fast and easy to use
তাহলে চলুন ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পর একটি যিপ ফাইল পাবেন। তার ভিতর দুইটি অ্যাপ থাকবে। একটি একটিভেটর ও অপরটি নরমাল অ্যাপ। আগে অ্যাপ টি ইন্সটল করে নিবেন তারপর একটিভেটর দিয়ে একটিভ করে নিবেন প্রো ভার্শন।
Download- Loader Droid Downloader pro.apk

ডাউনলোড করে নিন Ninja SMS Pro v1.5.2 APK একদম ফ্রি !!

ডাউনলোড করে নিন Ninja SMS Pro v1.5.2 APK একদম ফ্রি !!

ধরুন আপনি গেম খেলছেন, এমন সময় আপনার একটা ম্যাসেজ আসলো এবং তা দেখা অথবা রিপ্লাই করাটা অনেক জরুরি। তো রিপ্লাই করতে গেলে আপনার গেইমটা এক্সিট করে ফেলতে হবে। এছারাও ধরুন মুভি দেখছেন এমন সময় টেক্সট পড়তে হলে মুভি এক্সিট করে আপনাকে ম্যাসেজ এ গিয়ে দেখতে হবে। এটা খুব বিরক্ত লাগে মাঝে মাঝে। যদি এমন হয়… আপনি গেইম ও খেলছেন আবার টেক্সট ও রিপ্লাই করছেন একসাথে। এতে করে গেইম এক্সিট করা লাগছে না এমন কি মুভি অথবা যেকোনো কিছু করার মধ্যে থেকেই আপনি টেক্সট পড়তে ও রিপ্লাই করতে পারছেন? হা আপনি পারবেন।  Ninja SMS নামক অ্যাপ টি ইউজ করে আপনি একসাথে মাল্টিটাস্ক করতে পারবেন। এটা iOS এর BiteSMS এর মতো অনেকটা। প্লে স্টোর থেকে এটি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে চলুন নিচের লিংক থেকে ফ্রি তে ডাউনলোড করে নিই। আর জিএফ আর গেইম দুইটাই হবে এবার মাল্টিটাস্কিং!!!

Download- Ninja SMS Pro.apk

Air Call Accept Pro: এবার টাচ না করেই কল রিসিভ করুন !!

Air Call Accept: এবার টাচ না করেই কল রিসিভ করুন !!

নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যাই হোক আজ আপনাদের সাথে একই ধরনের নতুন যে অ্যাপ টি শেয়ার করছি তার নাম Air call accept. নাম শুনে নিশ্চয়ই অ্যাপ টির কাজ বুঝতে পারছেন ! হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ টি দিয়ে আপনি মোবাইল স্ক্রীনে কোন প্রকার টাচ না করেই কল রিসিভ করতে পারবেন। কল রিসিভ করা জন্য এই অ্যাপ টি আপনার স্মার্টফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করবে। যার ফলে কল আসার সাথে সাথে আপনি আপনার ফোনের ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপর হাত নাড়ালেই অথবা কল আসার পর আপনি ফোন কানে লাগালেই অটোম্যাটিক কল রিসিভ হয়ে যাবে। আবার আপনি যদি সেটিংস এ যেয়ে কল রিজেক্ট সিলেক্ট করেন তাহলে কল আসার পর হাত নাড়ালেই কল রিজেক্ট হয়ে যাবে

অ্যাপ ফিচারঃ 
১) কল রিসিভ
২) কল রিজেক্ট
৩) কল রিসিভ করার সময় স্পিকার অন রাখার অপশন
৪) এসএমএস পাঠিয়ে কল রিজেক্ট করার অপশন
ডেভেলপারঃ necta.us
প্লে স্টোর প্রাইসঃ 2.06 $
ডাউনলোডঃ Air Call Accery Pro.apk

ডাউনলোড করুন মজার একটি ফটো এডিটিং অ্যাপ Pho.to Lab PRO !!

ডাউনলোড করুন মজার একটি ফটো এডিটিং অ্যাপ Pho.to Lab PRO !!


আমরা অনেকেই ফটো এডিট করে থাকি। কখনো তোলা ছবিটাকে আরো সুন্দর করে তোলার জন্য, আবার কখনো কখনো আমরা মজা করার জন্য ফটো এডিট করে থাকি। ফটো এডিট করার জন্য প্লে স্টোরে অনেক Picsay Pro, Picsart, Adobe Photoshop Touch সহ আরো অনেক ভাল ভাল অ্যাপ আছে। এই সব অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার তোলা ছবিগুলো এডিট করতে পারবেন। কিন্তু আমি আজ তেমন কোন ফটো এডিটিং অ্যাপ শেয়ার করছি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার একটি ফটো এডিটিং যা দিয়ে আপনি আপনার ছবি গুলো কে আরো মজার করে তুলতে পারবেন। এক কথায় আজকের অ্যাপ টি হচ্ছে ফান ফটো এডিটিং অ্যাপ। চলুন দেখি কি কি ফিচার আছে অ্যাপ টিতে…

অ্যাপ ফিচারঃ 
১) ফটো ফেস অ্যানিমেট করার সুযোগ
২) পত্র পত্রিকা, ম্যাগাজিন, ফুটবল ব্যনারে আপনার ফটো অ্যাড করার অপশন
৩) তাছাড়া ফটো ফানিয়ার কিছু ইফেক্ট থাকছে এই অ্যাপে
৪) Neon Glow, Fire, Jigsaw Puzzle, HDR এর মত আরো অনেক ফটো ফিল্টার
৫) ইচ্ছা করলেই Forbes, Vogue অথবা Playboy ম্যাগাজিন কভারে অ্যাড করুন আপনার ফটো
৬)  Angelina Jolie, Jackie Chan এবং Lady Gaga এর মত সেলেব্রিটির সাথে আপনার ফটো অ্যাড করার অপশন
এছাড়া রয়েছে আরো অনেক ফিচার…
Download- Pho.to Lab Pro.apk