Labels

Wednesday, June 25, 2014

সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান

এন্ড্রয়েড এর সিস্টেম ফন্ট বদলানো কতই না ঝামেলার ব্যাপার! আসলেই কি তাই?
fontster-631x355
অনেকেই ফন্ট বদলানোর জন্য হয় জটিল ধরনের ফ্ল্যাশ করে অথবা সম্পুর্ন রম বদলায়। আবার অনেকে সিস্টেম থেকে ফন্ট এর আর্কাইভ খুজে টা আপডেট করে কাস্টম স্ক্রিপ্ট এর মাধ্যমে। সবগুলো পদ্ধতিই অনেক জটিল। এত ঝামেলা না করেও Fontster নামক অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার এন্ড্রয়েড সিস্টেম এর ফন্ট বদলাতে পারবেন।

এতে রয়েছে শতাধিক ফন্ট এর লাইব্রেরি যেখান থেকে আপনার পছন্দের ফন্ট টি সহজেই বেছে নিতে পারবেন। যেকোন ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন সিস্টেম ফন্ট হিসেবে।
তবে এর জন্য অবশ্যই আপনার ডিভাইস টি রুটেড হতে হবে। এটি AOSP এর কাছাকাছি ROM গুলোতে ভালো কাজ করে।
আপনার পছন্দের ফন্ট টি ইন্সটল করার পর আপনার ডিভাইস টি রিবুট হবে। তারপর আপনি আপনার কাঙ্খিত ফন্ট টি আপনার মোবাইল এ পাবেন!
এটি আপনি প্লে ষ্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন - Frontster.apk

No comments :

Post a Comment