Labels

Wednesday, June 25, 2014

সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান

এন্ড্রয়েড এর সিস্টেম ফন্ট বদলানো কতই না ঝামেলার ব্যাপার! আসলেই কি তাই?
fontster-631x355
অনেকেই ফন্ট বদলানোর জন্য হয় জটিল ধরনের ফ্ল্যাশ করে অথবা সম্পুর্ন রম বদলায়। আবার অনেকে সিস্টেম থেকে ফন্ট এর আর্কাইভ খুজে টা আপডেট করে কাস্টম স্ক্রিপ্ট এর মাধ্যমে। সবগুলো পদ্ধতিই অনেক জটিল। এত ঝামেলা না করেও Fontster নামক অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার এন্ড্রয়েড সিস্টেম এর ফন্ট বদলাতে পারবেন।

এতে রয়েছে শতাধিক ফন্ট এর লাইব্রেরি যেখান থেকে আপনার পছন্দের ফন্ট টি সহজেই বেছে নিতে পারবেন। যেকোন ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন সিস্টেম ফন্ট হিসেবে।
তবে এর জন্য অবশ্যই আপনার ডিভাইস টি রুটেড হতে হবে। এটি AOSP এর কাছাকাছি ROM গুলোতে ভালো কাজ করে।
আপনার পছন্দের ফন্ট টি ইন্সটল করার পর আপনার ডিভাইস টি রিবুট হবে। তারপর আপনি আপনার কাঙ্খিত ফন্ট টি আপনার মোবাইল এ পাবেন!
এটি আপনি প্লে ষ্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন - Frontster.apk

Sunday, June 22, 2014

How to Root the Sony Xperia GO

How to Root the Sony Xperia GO

Root the Sony Xperia GO I. Before You Begin:

1. This will void the warranty. However, you can unroot the device to reinstate the warranty of there’s any unrooting procedure available.
2. You must be running on the Android ICS or Jelly Bean.
3. The following procedure works on Windows based PCs only.
4. You should have drivers for your device installed on your PC.

II. Downloading Required Files:

III. Rooting the Sony Xperia GO:

1. Download and place the Root Package archive on your Desktop.
2. Extract files from the archive to your Desktop using any free tools like WinRAR.
3. Enable the USB debugging option on your device by heading to Menu>>Settings>>Developer options>>USB debugging.
4. Once enabled, connect the device to your PC via USB cable.
5. Double-click on the RunMe.bat file you extracted from the archive.
6. Follow the on-screen instructions.
7. If it asks for the mod, select Normal mode.
8. Within a few seconds, your device should be rooted.
9. You’re all done!
Awesome! Your Xperia GO has successfully been rooted and the Superuser app should be present in your App Drawer. The SU app will let you permit apps to use system files so you’ll have control over what apps are using the root access!


 

Monday, June 9, 2014

আইফোন এ বাংলা লেখার সহজ উপায় এবং সরাসরি কীবোর্ড দিয়ে বাংলা লেখার উপায়।

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
Step 1: যাদের iAvroPad আইকন অ্যাড করা আছে তারা Step 2 থেকে দেখুন। প্রথমে আপনার সাফারি ব্রাউজার ওপেন করে এখানে ক্লিক করুন। যাদের iOS6 আছে তারা এখান থেকে ছবিসহ দেখতে পারেন কিভাবে ইন্সটল করবেন iAvroPad. এই ওয়েবসাইটে যাবার পর এমন ব্লাঙ্ক পেজ আসবে যা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা ব্লাঙ্কই থাকে। এখন তীর দেয়া অপশনে ক্লিক করুন। iOS6 বা তার নিচের সফটওয়্যার ভার্সন থাকলে তীর দেয়া জায়গায় যে অপশন থাকবে তাতে ক্লিক করলেই হবে। এবার এখান থেকে Add to Home Screen এ টাচ করুন। এখান থেকে Add এ টাচ করুন। এবার আপনার হোম স্ক্রীনে দেখবেন এমন একটা অ্যাপস আইকন অ্যাড হবে।
Step 2: এবার iAvroPad আইকন ওপেন করে যেকোনো বাংলা সেটা এক শব্দের বা কয়েক শব্দের হলেও সমস্যা নেই। লেখা শেষে কয়েক সেকেন্ড লেখার উপরে টাচ করলে এমন অপশন আসবে যা থেকে Select All এ টাচ করুন। এবং Copy, past করুন।